শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত পাঁচ

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা নগরের অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে নয় তলা ভবনের নিচতলায় তলায় এ আগুন লাগে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভবনের প্রথম তলায় ‘স্বপ্ন’ চেইন শপের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে।

ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, প্রচন্ড ধোঁয়ায় ব্যাংকের এসি গুলো গলে গিয়েছে। এখনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।  ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। ধোঁয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। উপরে একটি কোচিং সেন্টার আছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। নয় তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন। তাদেরকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়