শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা কারাগারে

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা।

 স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যান। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে ওই ব্যক্তি তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন ওই ব্যক্তিকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার ছোট বোন ও অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়িতে এসে মাটিতে পরে মূর্ছা যায়। পরে আশপাশের লোকজন ছুটে আসে।

জানতে চাইলে শিশুটির মা বলেন, ‘বাড়িতে এসে মেয়ের মুখে শোনার পর আনোয়ারকে বিষয়টি বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ৯৯৯ নম্বরে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘ঘটনাটির বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়