শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায় হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায়  রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার আরামনগর বাজার চা পট্টির একটি দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের চা দোকানদার ওহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। নিহত রাসেল হোটেল কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার। 

নিহতের বাবা ওহিদুল ও বোন রাসেদা বেগম বলেন, রাসেল তার বন্ধুদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়া খেলায় আসক্ত ছিল। ফলে সে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়ে। এই জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলো। এরমধ্যে বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে রাসেল আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চা দোকানের ধর্ণার সাথে হাত-পা বাধা ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাসেলকে দেখতে পায়। পরে বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, পাওনা টাকা বা জুয়া খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ বিষয়ে স্থানীয় চায়ের দোকানদার হাফিজুর রহমান বলেন, আমার দোকান টিনের বেড়া দেওয়া থাকলেও নিচের দিকে ফাঁকা থাকে। সকাল ৮টার দিকে আমি দোকান খুলতে আসলে ভেতরে ঢুকে রাসেলকে ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো এবং পেছন থেকে হাত ও পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। পরে সবাইকে বিষয়টি জানাই। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। আর এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়