শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর তত্ত্বাবধানে র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (১৯ মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাকে পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে অন্য দুই সহযোগী। র‍্যাব বলছে, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, নরসিংদী র‍্যাব-১১ ও ভৈরব র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে বুধবার ভৈরবের বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে রাতে রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ গ্রেপ্তার নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় সিপিএসসি নরসিংদী ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এর আগে রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রহিমাবাদ এলাকার ৫০ বছর বয়সী তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হন। এ সময় ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।

ঘটনার পর দিন সোমবার রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। উৎস: কালবেলা।

 ্

  • সর্বশেষ
  • জনপ্রিয়