শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর তত্ত্বাবধানে র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (১৯ মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাকে পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে অন্য দুই সহযোগী। র‍্যাব বলছে, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, নরসিংদী র‍্যাব-১১ ও ভৈরব র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে বুধবার ভৈরবের বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে রাতে রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ গ্রেপ্তার নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় সিপিএসসি নরসিংদী ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এর আগে রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রহিমাবাদ এলাকার ৫০ বছর বয়সী তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হন। এ সময় ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।

ঘটনার পর দিন সোমবার রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। উৎস: কালবেলা।

 ্

  • সর্বশেষ
  • জনপ্রিয়