শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : রাজস্ব থেকে সম্মানী অথবা দৈনিক হাজিরা সহ অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করছে বৃহত্তর দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা। এ উপলক্ষে একটি মানববন্ধনও করেছে তারা। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দিনাজপুর শাখার সভাপতি সেলিম বাদশা,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় শাখার আরিফুল ইসলাম ও অহিবুল ইসলাম প্রমুখ। কর্মসূচীতে সংগঠনের দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোন বেতন ভাতা পাইনা। এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে সম্মান জনক ভাতা ও দৈনিক হাজিরার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহিত হয়েছিল তার দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছিনা।

আমরা যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছি তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছিনা এবং এতগুলো বেসরকারী কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোন যৌক্তিকতা নেই। এছাড়াও আমাদের এসব দাবী সহ যে ৭ দফা দাবী রয়েছে তা আমাদের অস্তিত্ব রক্ষার দাবী। দ্রুত এসব যৌক্তিক দাবী মানা না হলে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের দাবীগুলো এক দফা দাবীতে পরিনত হবে এবং তারা বৃহৎ আন্দোলনের দিকে যাবার হুশিয়ারী দেয়া হয় কর্মসূচী থেকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়