শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সহিংসতা বন্ধের দাবিতে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন

আলমগীর পাঠান, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি : "আমরা বিক্ষুব্ধ আমরা শোকাহত প্রতিবাদ জানাই প্রতিরোধ চাই" এই স্লোগানে বেলাবোতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখা। গণধর্ষণের শিকার নারী সহ দেশব্যাপী নারী, কণ্যা শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যা ও  সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১ টায় উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক রোডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, অর্থ সম্পাদক পারভীন বেগম, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাস, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনূর আক্তার'সহ প্রমুখ।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি বলেন, নারীর ওপর চলমান সহিংসতা বন্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়