শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে ফরিদপুর ছাত্র জনতার বিক্ষোভ মিছিল  

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ‌(১৬ মার্চ) সকাল ১১:৩০ টার দিকে ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে, উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থী  সাইফ খানের সভাপতিত্বে  সারাদেশে অব্যাহত ধর্ষণ,নারী নিপীড়ন ও বিচার বিভাগের অব্যাবস্থাপনার বিরুদ্ধে একটি পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণপূর্বক কোর্ট চত্বরে এসে  শেষ হয় এবং মিছিল পরবর্তী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  শিক্ষার্থী  নিরব ইমতিয়াজ শান্ত, সৌরভ হোসেন, মোঃ সোহেল রানা, কাজী জেবা তাহসিন, সানজিদা স্বাগতা, সোমা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ‌ সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন " গত ১৭ বছর যারা অন্যায় ভাবে শাসন করে গেছে তারাই ষড়যন্ত্রমূলকভাবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। বক্তারা  অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন  তনু থেকে আছিয়া আমরা কারো বিচার নিশ্চিত করতে পারি নাই। বর্তমান সমাজে বাবার হাতে কন্যা সন্তানও নিরাপদ নয়। বর্তমান সমাজে নারীরা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। বক্তারা আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধর্ষকের পক্ষে কেউ মামলা মামলা পরিচালনা করবেন না। ধর্ষকদের বিচার হতে হবে। এদের হাত থেকে পরিবার , সমাজ, জাতি কারো রক্ষা নেই। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়