শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো:আদনান হোসেন ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাওসার সুলতান। 

ধামরাই পৌরশহরের পাঠান টোলা এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা থানার নয়ালী বাগ ডোকরা এলাকার মোহনী মোহন অদিকারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে ধামরাই পৌর শহরের পাঠান টোলা এলাকায় মাদক ইয়াবা বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করেন ধামরাই ধামরাই থানায় নিয়ে আসি।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ কাওসার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকা থেকে মাদক কারবারি শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে ৪ শ পিস ইয়াবা(যারমুল্যে ১,২০,০০০/=) আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানতে পারি শ্রী ভবেশ চন্দ্র অধিকার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়