শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে ছেলের হাতে গর্ভধারিণী মা নিহত ও স্ত্রী আহত

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : মধুপুরে মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে পাগুর  মোড় এলাকায়  ছেলের হাতে গর্ভধারিণী  এক মা নিহত ও  স্ত্রী আহত  হয়েছে। ১৪ মার্চ  শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মহিষমারা ইউনিয়নের  শালিকা গ্রামে পাগুর মোড় এলাকায়   এ দুঃখজনক  ঘটনাটি ঘটেছে। 

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ঘাতক  রাজিব হোসেন  ওই গ্রামের  খায়রুল ইসলাম ( ৫০) ও রাজিয়া খাতুন (৪৫) দম্পতির ছেলে। 

ঘটনার বিবরণে জানাযায়, ঘাতক রাজিব হোসেন মাদকাসক্ত ছিলো।  তাকে  চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিলো। মা রাজিয়া অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। নিরাময় কেন্দ্র থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছেন। শুক্রবার রাতে হঠাৎ মায়ের ওপর অজ্ঞাত কারণে চড়াও হন রাজিব। এক পর্যায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্ত্রী শোভা বাধা দিতে গেলে তাকেও কোপাতে থাকে। মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টকালে এলাকাবাসী এগিয়ে এলে রাজিব সেখান থেকে পালিয়ে যান।

এসময়  স্ত্রী শোভাকে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । হাসপাতাল সূত্রে  জানা যায়  তার অবস্থাও আশঙ্কাজনক। এদিকে মধুপুর থানা পুলিশ ঘাতক পুত্র রাজিবকে আটকের অভিযান অব্যহত রাখলে ঐ দিনই রাত  ৩:৩০ মিনিটের দিকে আটক করতে সক্ষম হোন।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ ইমরানুল আমিন এ ঘটানার নিশ্চিত করে জানান, পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়