শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৯:৫৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুৃমিল্লায় ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণে ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনেটারি ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার পদুয়ার বাজার উত্তর রামপুরে এক ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ দিন ওই নারীকে বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিলেন ইকবাল নামের এ ব্যবসায়ী। শনিবার সকালে তিনি ওই নারীর ভাড়া বাসায় ঢুকে তার মুখ চেপে ধরে স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও ধর্ষণ করার চেষ্টা করে। পরে বাধা দিলে ওই নারীর মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে।

পরে স্বামী উজ্জল বাধা দিলে তাকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লবপুর দক্ষিণ পাড়া মৃত সোনা মিয়ার ছেলে ইকবাল (৪৫) ও বিল্লাল (৩৫) নামে দুই জনকে আসামি করে ধর্ষিতার স্বামী উজ্জল বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তাদের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই নারী স্বামীসহ থানায় রক্তাক্ত শরীর নিয়ে আসছিলো। পরে আমি তাদের মামলা আমলে নিয়ে হসপিটালে চিকিৎসা নিতে পাঠাই। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়