শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চারদিন পর মোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মোরশেদ রামগঞ্জ পৌরসভার কলচমা এলাকার মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে মোরশেদ বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়িতে আর ফেরেননি। এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি দিয়ে প্রচারণাস্থা স্থানীয়ভাবে খুঁজেও পাননি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। সোমবার সকালে শামার পোল এলাকায় মোরশেদের ব্যবহৃত মোবাইলফোনটি পড়ে থাকতে দেখে স্বজনরা। একপর্যায়ে পাশে পানিতে তল্লাশি চালিয়ে ঝোঁপের আড়াতের তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোটভাই জহির মিয়া জানান, স্বাভাবিকভাবেই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাইনি। এখন তার মরদেহ পেয়েছি। তার সঙ্গে কারো কোন সমস্যা ছিল না।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বৃদ্ধ নিখোঁজ ছিল। এখন তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়