শিরোনাম
◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যুবদল নেতা জাকির হোসেনের (৩৫)  ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ও তার লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ আহত যুবদল নেতার। তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ভাঙ্গা খা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি ও একই গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে নিয়ে যুবদলের জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, কবির হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিঠুর বিরোধ দীর্ঘদিনের। শনিবার রাতে স্থানীয় মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রওয়ানা হয় জাকির। এসময় পথিমধ্যে  স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা তার (জাকির) শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবীর স্বপন।  তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে। জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই কথা বলেছেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়