শিরোনাম
◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পৃথক স্থানে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত ও ৯জন আহত হয়েছেন। শুক্রবার রাতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজার ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- সদর উপজেলার মির্জাপুর এলাকার মুনছুর মিয়ার ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পিয়াস আহমেদ (১৮) এবং পৌরসভার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন (২৩)।
অন্যদিকে আহত সিফাত হোসেন, তানভীর হোসেন, সাব্বির হোসেন, নোমানুর রহমান নোমান ও জাহিদ হোসেনসহ ৯ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিফাত হোসেন ও তানভীর হোসেনের অবস্থা আশঙ্কাজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মির্জাপুর এলাকার নিজ বাড়ি থেকে কলেজছাত্র পিয়াস আহমেদ ও দুই বন্ধুসহ তিনজন মোটরসাইকেল নিয়ে পালেরহাটের দিকে আসছিলেন।

মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার তিন যাত্রীসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান পিয়াস আহমেদ। অন্য আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সদর ও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া লক্ষ্মীপুর-রামগতি সড়কের পেয়ারাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ফরহাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনা চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিফাত হোসেন ও তানভীর হোসেন নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়