শিরোনাম
◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালতলীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

কাওসার হামিদ,তালতলী বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনে ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয় । মৃত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধান খেক্ষ দেখতে যায় আব্দুর রহমান। এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধান ক্ষেতে মৃত ভাইকে দেখতে পেয়ে স্বজনদের জানায়। পরে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের দংশনে মারা গেছে বলে স্থানীয়রা
ধারণা করছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ইমরান আলম বলেন,খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশ করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো বিষক্রিয়ায় মৃত্যু মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়