শিরোনাম
◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও) ◈ রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি ◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও) ◈ প্রধান বিচারপতি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয়

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষেট অন্তত ১০ জন।  শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে আধিপত্য বিস্তারে একপক্ষের নেতৃত্ব দেন সাধু মাতুব্বর এবং অপরপক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের মিরাজ সিকদার। সম্প্রতি সাধু মাতুব্বরের দলের আজিম ফকিরের সাথে মিরাজ সিকদারের দলের রিপন সিকদারের দোকানের কর্মচারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর আজিম ফকিরকে (১৯) পিটিয়ে আহত করে মিরাজ সিকদারের পক্ষের লোকজন। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছিল। এ নিয়ে শনিবার সকালের দিকে দু'পক্ষের লোকজন মুনসুরাবাদ বাজারে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।

এরপরই দু'পক্ষের কয়েকশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় মিরাজ সিকদারের দলের চুন্নু সিকদার, নুরু শেখ ও ফরহাদ শেখের বাড়ি ভাঙচুরের করা হয়। একই সাথে ফরহাদ শেখের একটি মাইক্রোবাসও ভাঙচুর হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাধু মাতুব্বরের সমর্থক রোমান মিয়া (২৬) এবং মিরাজ সিকদারের দলের শিপন সিকদার (৩০)। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বাকি আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মিরাজ সিকদারের সমর্থক বিপ্লব ফকির (৩০) ও নুর ইসলাম (৪৫)। অন্য আহত ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়