শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৬ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষেট অন্তত ১০ জন।  শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে আধিপত্য বিস্তারে একপক্ষের নেতৃত্ব দেন সাধু মাতুব্বর এবং অপরপক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের মিরাজ সিকদার। সম্প্রতি সাধু মাতুব্বরের দলের আজিম ফকিরের সাথে মিরাজ সিকদারের দলের রিপন সিকদারের দোকানের কর্মচারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর আজিম ফকিরকে (১৯) পিটিয়ে আহত করে মিরাজ সিকদারের পক্ষের লোকজন। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছিল। এ নিয়ে শনিবার সকালের দিকে দু'পক্ষের লোকজন মুনসুরাবাদ বাজারে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।

এরপরই দু'পক্ষের কয়েকশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় মিরাজ সিকদারের দলের চুন্নু সিকদার, নুরু শেখ ও ফরহাদ শেখের বাড়ি ভাঙচুরের করা হয়। একই সাথে ফরহাদ শেখের একটি মাইক্রোবাসও ভাঙচুর হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাধু মাতুব্বরের সমর্থক রোমান মিয়া (২৬) এবং মিরাজ সিকদারের দলের শিপন সিকদার (৩০)। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বাকি আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মিরাজ সিকদারের সমর্থক বিপ্লব ফকির (৩০) ও নুর ইসলাম (৪৫)। অন্য আহত ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়