শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৪২ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি কমিউনিস্ট পার্টির

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ওপর নৃশংস হামলা ও গণহত্যাকারী ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর নিউমার্কেট এলাকার রিয়াজউদ্দিন বাজারের আমতল মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যেগে ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এক সংহতি সমাবেশে এ দাবি জানান নেতারা।

সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক দেবাশীষ সেন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শুভ দেব নাথ, ডা. মহসিন, রাশিদুল সামির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, 'আমরা প্যালেস্টাইন ভূখণ্ডে দখলদার শক্তির সাম্প্রতিক নৃশংসতাসহ প্যালেস্টাইনের বিরুদ্ধে সকল বেআইনি ও যুদ্ধংদেহী পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। আগামী দিনে আমরা প্যালেস্টাইনের জনগণের আন্দোলনে সংহতি জানাতে আরও কর্মসূচি গ্রহণ করবো। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং দখলদারিত্বের প্রতিবাদে আমাদের দেশের সব সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।'

সিপিবির নেতারা আরও বলেন, 'মার্কিন সাম্রাজ্যবাদ এবং দোসর ইসরায়েলকে পরাস্ত করতে হবে। গণহত্যাকারী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার করতে হবে। স্বাধীন সার্বভোউম প্যালেস্টাইন রাষ্ট্র ঘোষণা করতে হবে। বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।'

'তার মদদে ইসরায়েল, ফিলিস্তিনের জনগণের উপর যে আগ্রাসন, গণহত্যা পরিচালনা করছে আজ এ সমাবেশ থেকে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই এর একমাত্র স্থায়ী সমাধান সম্ভব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়