খুলনা নগরীর খালিশপুরে দোকানের মালিককে অচেতন করে সোনা লুটের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) খালিশপুরের বিআইডিসি রোডের গৌতম জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় জুয়েলার্সের মালিক গৌতমকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। জ্ঞান ফিরলেও ঠিকমতো কথা বলতে পারছেন না গৌতম।
স্থানীয়রা জানান, ঘটনাটি রহস্যজনক বলেই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে। এদিকে, পুলিশ ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন গৌতম বলেন, বনানীর একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হৃদিকা পাল নামে এক নারীর সঙ্গে তার সম্পর্ক হয়। গত কয়েকদিন আগে তাকে বিয়ে করেন তিনি।
বুধবার রাতে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে তাকে খাওয়ানো হলে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তিনি শুনতে পান তার দোকানে থাকা স্বর্ণালংকার লুট হয়েছে। তার ধারণা তাকে অচেতন করে বৃহস্পতিবার ভোরে তার স্ত্রী চাবি নিয়ে দোকান থেকে প্রায় ১০০ ভরি সোনা নিয়ে গেছে।
গৌতমের বৌদি অর্চনা মৌলিক জানান, তিনি শুনেছেন কিছুদিন আগে গৌতম বিয়ে করেছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্ত্রী তার স্বামীকে অচেতন করে দোকান থেকে সোনা নিয়ে চলে গেছে, এমনটি শুনেছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। উৎস: কালের কণ্ঠ।
আপনার মতামত লিখুন :