শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০২:৩৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে অচেতন করে দোকানের সোনা লুট করলেন স্ত্রী

খুলনা নগরীর খালিশপুরে দোকানের মালিককে অচেতন করে সোনা লুটের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) খালিশপুরের বিআইডিসি রোডের গৌতম জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় জুয়েলার্সের মালিক গৌতমকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। জ্ঞান ফিরলেও ঠিকমতো কথা বলতে পারছেন না গৌতম।

স্থানীয়রা জানান, ঘটনাটি রহস্যজনক বলেই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে। এদিকে, পুলিশ ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন গৌতম বলেন, বনানীর একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হৃদিকা পাল নামে এক নারীর সঙ্গে তার সম্পর্ক হয়। গত কয়েকদিন আগে তাকে বিয়ে করেন তিনি।

বুধবার রাতে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে তাকে খাওয়ানো হলে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তিনি শুনতে পান তার দোকানে থাকা স্বর্ণালংকার লুট হয়েছে। তার ধারণা তাকে অচেতন করে বৃহস্পতিবার ভোরে তার স্ত্রী চাবি নিয়ে দোকান থেকে প্রায় ১০০ ভরি সোনা নিয়ে গেছে। 

গৌতমের বৌদি অর্চনা মৌলিক জানান, তিনি শুনেছেন কিছুদিন আগে গৌতম বিয়ে করেছে।

 খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্ত্রী তার স্বামীকে অচেতন করে দোকান থেকে সোনা নিয়ে চলে গেছে, এমনটি শুনেছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়