শিরোনাম
◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় ◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার ◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও) ◈ রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি ◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান চার দিনের রিমান্ডে 

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছা কয়রা (খুলনা ৬) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে আদালতে হাজির করা হয়। আদালতের বাদী পক্ষের আইনজীবী সাত দিনের রিমান্ডের আবেদন করলে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম দুই মামলার শুনানি শেষে প্রত্যেক মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ডে মন্জুর করেন।

সাবেক ওই এমপির বিরুদ্ধে ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনায় মোঃ রুবেল সরদার বাদি হয়ে গত ২৯ আগষ্ট একটি মামলা দায়ের করেন নং ১৪।

থানা পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। অপরদিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগের নেতাকর্মীরা মারপিট করে আহত করে। 

ওই ঘটনায়  ২১ আগষ্ট ছাত্রী ইশিতা আনাম রিতু বাদী হয়ে সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানসহ ৯১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে। আদালতের রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বাদীর আইনজীবী এডভোকেট টি এম সাইফুদ্দিন সুমন সাংবাদিক বলেন, নিশি রাতের সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমান্ডে জিজ্ঞেসাবাদ করলে অনেক অজানা কাহিনী বেরিয়ে আসবে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, সাবেক ওই সংসদ সদস্যকে পৃথক দুটি নাশকতা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়