শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে  দু' ভাই নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নে ডাকাত সন্দেহে ইয়াকুব আলী (২৪) ও তার ছোট ভাই আলমগীর হোসেন (২২) গণপিটুনিতে  নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত প্রায় ৯টার দিকে  দিকে জামবাড়ীয়া কলেজ সংলগ্ন কলমুগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর কামারপাড়া মান্নুর মোড়ের হাবিবুর রহমান হবু'র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের বড়গাছি- রহনপুর সড়ক দিয়ে রাত সাড়ে ৮ টার দিকে ব্যাটারিচালিত রিক্সাভ্যানযোগে কয়েকজন  বাড়ি ফিরছিলেন। পথে খাতানের বিলের কলমুগাড়ায় ডাকাত দল রিক্সাভ্যানের গতিরোধ করে তাদের কাছে থাকা টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় রিক্সাভ্যানযাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দু' জনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন বলেন, ' ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে আলমগীর ও ইয়াকুব একটি গাছে আশ্রয় নিলে এলাকাবাসী সেখান থেকে তাদের নামিয়ে গণপিটুনি দেয়'।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতি করে পালানোর সময় গণপিটুতে দুজনের মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পাতিবার দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়