শিরোনাম
◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও) ◈ লাইভে এসে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর বললেন, মামলা নিয়ে ব্যবসা বন্ধ করুন ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত ◈ দুই দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম ◈ ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই ◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:১৯ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক মারধরের জের : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :শ্রমিকদের মারধরের জের ধরে তিন দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও এই রুটে বাস চলাচল বন্ধের পাশাপাশি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মালিকানাধীন দুরপাল্লার কিছু বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের দাবি যাত্রীরা রাজশাহীর এক শ্রমিককে মারধর করেন। তবে রাজশাহী শ্রমিকদের দাবি চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরাই তাদের মারধর করেছে।

স্থানীয় মোটর শ্রমিক সূত্র জানিয়েছে, গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের বাসস্ট্যান্ডে রাজশাহীর এক শ্রমিককে মারধর করে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা।  এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের মালিক-শ্রমিক কেউ জড়িত নয়। কিন্তু এর পরপরই রাজশাহীর বাসগুলোকে রাজশাহীতে ফিরিয়ে নেয়া হয়। তবে দু’জেলার শ্রমিক নেতৃবন্দ  আলোচনা করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল ঠিক রাখেন।  কিন্তু এরই জেরে সোমবার দুপুরে আবারও চাঁপাইনবাবগঞ্জ গামী দুরপাল্লার গাড়ি রাজশাহীর শ্রমিকরা আটক করে।  এ সময় চাঁপাইনবাবগঞ্জে ৪ থেকে ৫ জন শ্রমিকে মারধর করেন।  এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে রাজশাহীর দুই শ্রমিকে মারধর করে  চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। এতে আবারও বন্ধ হয় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল।

এর আগে চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাাল্লার গ্রামীণ ট্রাভেলস এর কয়েকজন শ্রমিককে রাজশাহীতে আটক করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ও পুলিশ প্রশাসন উদ্যোগ  নিয়ে রাজশাহী পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

শ্রমিকরা আরও জানায়, এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা নিরাপত্তার অভাবে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চাঁপাইনবাবগঞ্জের মালিকদের মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয়। রাজশাহীর  শ্রমিকদের পক্ষ থেকে দুরপাল্লার কয়েকটি কোচে  চাঁপাইনবাবগঞ্জের  শ্রমিক পাঠাতে নিষেধ করা হয়।  এমন তথ্য পাবার পর দুরপাল্লার অনেক কোচে চাঁপাইনবাবগঞ্জের অনেক শ্রমিক ডিউটি বন্ধ করে দেন। ফলে কোচগুলো বাইরের শ্রমিক দিয়ে চালানো শুরু হয়।

একতা পরিবহনের কাউন্টার মাষ্টার আইনাল হক রাজশাহী থেকে এমন তথ্য পাবার কথা স্বীকার করে বলেন, চাঁপাইনবাবগঞ্জের সকল গন্তব্যের বাস ও কোচকে রাজশাহীর উপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়।

চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার অফিসে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর শ্রমিক নেতাদের নিয়ে সমাধানের চেষ্টা করা হয়। তবে সমাধান না হলেও বুধবার ৩০ অক্টোবর আবার  রাজশাহীর পুলিশ কমিশনার অফিসে বসে সমাধান করা হবে।

তিনি আরো বলেন, সমাধান না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মালিকানাধীন দুরপাল্লার কিছু বাস চলাচল করছেনা।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, সকল ঘটনা প্রশাসনের নজরে রয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এই দু’পক্ষের মালিক-শ্রমিককে নিয়ে সমাধানে কাজ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়