সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় বাস হেল্পারের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এ বাস হ্যাল্পারের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কমলাপুর কসমস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, চট্টগ্রামমুখী আনন্দ এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত ব্যক্তি বাস চালকের সহকারী। তবে আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি।
তিনি আরও বলেন, মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :