শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনওর বিরুদ্ধে বেপরোয়া আচরণসহ হয়রানির অভিযোগ, বয়কটের সিদ্ধান্ত জনপ্রতিনিধিদের

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে কারণে অকারণে জনপ্রতিনিধিদের সঙ্গে বেপরোয়া আচরণের অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিদের পদে পদে হয়রানি করার অভিযোগও তার বিরুদ্ধে। এ পর্যায়ে ওই ইউএনওকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

[৩] এসব বিষয়ে গত রোববার (২৮ জুলাই) রাতে জেলা শহরের চক বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে জনপ্রতিনিধিরা সভা করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর আহবানে দুই ভাইস চেয়ারম্যান ও ১৭ জন ইউপি চেয়ারম্যান মিলিত হন। এসময় তারা ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দ্বিগুণ কমিশন আদায়ের পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে কারণে-অকারণে বেপরোয়া আচরণ করার অভিযোগ তোলেন। 

[৪] এ সভাতেই সর্বসম্মতিক্রমে সোমবার মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকজন ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, সভায় কেউ অংশ নেননি। এ অবস্থায় সোমবার (২৯ জুলাই) সকালে পূর্ব নির্ধারিত সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা হওয়ার কথা থাকলেও অংশ নেয়নি জনপ্রতিনিধিরা।

[৫] অন্যদিকে ইউএনও আরিফুর রহমান সাংবাদিকদের জানান, তিনি যোগদানের পর থেকে মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্পের কাজগুলো নিয়ম অনুযায়ী বুঝে নেওয়ার জন্য কাজ করছেন। এজন্য ক্ষতিগ্রস্ত কেউ-কেউ ষড়যন্ত্রও করতে পারেন। তার বিরুদ্ধে কমিশন দাবি ও খারাপ আচরণের অভিযোগ বায়বীয়।

[৬] সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু ২৮ জুলাই রাতে ২১ জন ইউপি চেয়ারম্যানকেই দাওয়াত করেছেন। এরমধ্যে ১৭ জন উপস্থিতি ছিলেন। সেখানে ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটওয়ারী ও ফরিদা ইয়াসমিন লিকাও ছিলেন। একে একে চেয়ারম্যানরা উপজেলা পরিষদ ও ইউএনওর বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নে শতকরা ১০-৩০ ভাগ কমিশন আদায়ের পাশাপাশি জনপ্রতিনিধি ও সেবা প্রার্থীদের সঙ্গে অশোভনীয় আচরণ করার অভিযোগ তোলা হয়। পদে-পদে হয়রানির কথা আসে।

[৭] সভায় উপস্থিত থাকা সদরের ৫ জন ইউপি চেয়ারম্যান জানায়, সদর উপজেলায় ২১ টি ইউনিয়ন। অসুস্থতা, জরুরি কাজে এলাকায় না থাকায় ৪ জন চেয়ারম্যান সভায় উপস্থিত হতে পারেননি। তবে তারা ইউএনওর বিভিন্ন অভিযোগের আলোকে গৃহিত সিদ্ধান্তে তাদের সঙ্গে একমত আছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন।

[৮] দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, অনেকদিন পর আমরা এক হয়েছি। শুধু উপজেলার পরিষদের ভিতরে মসজিদে নামাজ পড়তে টাকা লাগে না। না হয় সব অফিসেই সেবা নিতে টাকা লাগে।

[৯] উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ পাটওয়ারী বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আমাদের একটি সভা হয়। তখন ইউএনওর বিরুদ্ধে সবাই নানান অভিযোগ তোলেন। এজন্য সর্বসম্মতিক্রমে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় কেউ অংশ নেয়নি।

[১০] সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ দ্দিন টিপু সাংবাদিকরে বলেন, ইউএনওর কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যানরা অতিষ্ঠ। তিনি আগের চেয়ে দ্বিগুণ কমিশন নেন। যার তার সঙ্গে যেন তেন ব্যবহার করেন। আমরা উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।

[১১] অভিযোগ অস্বীকার করে ইউএনও আরিফুর রহমান বলেন, সভা করার বিষয়টি কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে কয়েকজন ইউপি চেয়ারম্যান আমার কাছে জানতে চেয়েছেন কেন উপজেলা চেয়ারম্যান তাদেরকে ডেকেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়