শিরোনাম
◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে বিক্ষোভে উত্তাল বগুড়া

আব্দুল ওয়াদুদ, বগুড়া: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বগুড়া শহর। বুধবার বেলা সাড়ে ১১টার পর থেকেই শত শত সাধারন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে আদালত এলাকার আশেপাশের এলাকা।

[৩] প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কযেক শত শিক্ষার্থী মিছিল নিয়ে জলেশ্বরীতলা কালীবাড়ী মন্দিরের সামনের রাস্তা দিয়ে আদালতের দিকে এগিয়ে যেতে থাকলে কালিবাড়ী মন্দিরের সামনে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে বাধা টপকে সামনে এগুনোর চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। সিনিয়র পুলিশ অফিসারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে সামনে এগুতে থাকে। বগুড়া জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট ভাবনের সামান্য দূরে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তায় যাওয়ার পর পুলিশ মিছিল নিয়ে আর এগুতে দেয়নি। বাধা পেয়ে শিক্ষার্থীরা পিছনে হটে গিয়ে জেলখানার পাশের চারমাথায় অবস্থান নেয়। দুপুর সোয়া একটা পর্যন্ত সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সময় বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিত বাড়তে থাকে। একপর্যায়ে এই এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

[৪] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা এসময় বক্তব্য রাখেন। বক্তব্যের ফাঁকে ফাঁকে গগণ বিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিপুল সংখ্যক পুলিশ পাশেই অবস্থান নিলেও তারা শিক্ষার্থীদের বাধা দেয়নি। বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভা ভবনের সামনের রাস্তায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। প্রথমে পুলিশ, এরপর বিজিবি এবং সবার পিছনে সেনা সদস্যরা অবস্থান নেয়। 

[৫] এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ডিবি কার্যালয়ে আটক ৬ সমন্বয়কসহ গ্রেপ্তারকৃত সকল ছাত্রদের মুক্তি, মিত্যা মামলা প্রত্যাহারসহ ৯দফা দাবী তুলে ধরেন। এসব দাবী পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়