শিরোনাম
◈ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও) ◈ ট্রাম্পকে ঘিরে ‘দাসত্বের প্রদর্শনী’: আরব নেতাদের আচরণে নেটিজেনদের ক্ষোভ ◈ পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ জেলবন্দী ইমরান খান‌কে নি‌র্দোশ দা‌বি ক‌রে ট্রাম্পের কাছে মু‌ক্তির আ‌বেদন দুই পুত্রের  ◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী ◈ ম্যানচেস্টার সি‌টি‌কে কাঁ‌দি‌য়ে  ১২০ বছরে প্রথম শি‌রোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস ◈ ছাত্র আন্দোলনের নেত্রী লিজার অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল, যা বলছেন তিনি ◈ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ!

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’ পরিদর্শন জেলা প্রশাসকের

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ [২] সম্প্রতি আদালতের নির্দেশে ক্রোককৃত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 

[৩] সোমবার দুপুরে দুদুক, কৃষি ও মৎস্য কর্মকর্তাদের সাথে নিয়ে রিসোর্টে যান তিনি। এরপর পুরো রিসোর্ট ঘুরে দেখেন কর্মকর্তারা। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রিসোর্টের দায়িত্বভার বুঝে নিয়েছেন রিসিভারগণ।

[৪] পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে রিসিভার নিয়োগের কথা জানিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, দুর্নীতি দমন কমিশনের রুজুকৃত মামলায় ঢাকা মহানগর স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সমস্ত কিছু ক্রোক করা হয়েছে। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনকে সাথে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর সহযোগিতায় ক্রোক আদেশটি জারি করা হয় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। 

[৫] আদালতের রায়ে কৃষি জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকে রিসিভার নিয়োগ করা হয়েছে। এছাড়া পুকুর এবং জলাশয়গুলি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। 

[৬] তিনি আরো বলেন, রিসোর্টটি ঘুরে দেখলাম এখানে কি কি সুযোগ সুবিধা আছে। যেহেতু এটাকে শুধু ক্রোক করা হয়নি, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দ্বায়িত্ব দেয়া হয়েছে। সেহেতু এটাকে আমরা সচল করব। এখান থেকে যাতে রাজস্ব আয় হয়, মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কৃষি সম্প্রসার অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডুসহ জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়