শিরোনাম
◈ গণমাধ্যম নিরপেক্ষ নয়, তাই সংবাদ সম্মেলন করি না: নরেন্দ্র মোদি  ◈ আরও দুই দিনের হিট অ্যালার্ট ◈ বাংলাদেশকে রূপান্তরের রূপকার শেখ হাসিনা: ওবায়দুল কাদের  ◈ পুলিশ নির্বাচনী দায়িত্বসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি ◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ১৫

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ১১:০২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক: [২] কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুইজন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। এ ঘটনায় আর ৮ জন আহত হয়েছেন।

[৩] সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, খানখানাবাদ ইউপির কুফিয়া ডোংরা গ্রামের গোলাম সোবহানের ছেলে মো. দুলা মিয়া, বাহারছড়া ৭নং ওয়ার্ডের ইলশা পুরাতন গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ, পশ্চিম ইলশার মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম ও ডোংরা চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন। 

[৫] আহতরা হলেন- বাহারছড়া আট নম্বর ওয়ার্ডের মৃত আকমল মিয়ার ছেলে আব্দুল মান্নান, একই ইউপির দক্ষিণ ইলশা পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত আবু ছালেকের স্ত্রী ফাতেমা বেগম, খানখানাবাদ ইউপির চার নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে আব্দুর রশিদ, কাথরিয়া দুই নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির তৈয়ব আলীর স্ত্রী জাহানারা বেগম, তিন নম্বর ওয়ার্ড বাগমারা গ্রামের  আবুল খাইয়েরের ছেলে রফিক আহমদ, একই এলাকার আব্দুল কায়ুম প্রামাণিকের ছেলে নুরুল হোসেনসহ অন্তত ১২ জন। 

[৬] প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন চট্টগ্রামের বাঁশখালীর ১৪ জন। মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছালে অপর প্রান্ত থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে সঙ্গে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলে দুই নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়।  

[৭] মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়