শিরোনাম
◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৪, ১১:৪১ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সবুজ (২১) ও মো. বিপ্লব হোসেন (৪২) নামের দুজন নিহত হয়েছেন। 

রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের চাপড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ (২১) সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। দুর্ঘটনায় নিহত আরেকজন বিপ্লব হোসেন। তিনিও একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত মোক্তার হোসেনে ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে সবুজ লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব আরেকটি মোটরসাইকেল নিয়ে বিপরীত দিকে যাচ্ছিলেন। পথে চাপড়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বিকেল ৩টার দিকে সবুজের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাহমুদুর রহমান   বলেন, সবুজ পালসার মোটরসাইকেল নিয়ে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব লিভো মোটরসাইকেল নিয়ে বিপরীত দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে তাঁরা রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন।

চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একজন হাসপাতালে অপরজন উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে  মারা যান।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আমাদের সময়. কমকে জানান , দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়