শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:৫০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা

বাইজিদ আহাম্মেদ, পলাশ: [২] নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ'র ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। এখন ওই নম্বর থেকে তার নাম ভাঙিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীদের ফোন করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।

[৩] ইতিমধ্যে ওই চক্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ'র নাম ভাঙিয়ে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারকে ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাইয়ুম এবং কারীউল্লাহ সরকারকে ফোন করেছে বলে জানা যায়।

[৪] উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর (+880 1762-687006) ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র। পরে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাইয়ুম ও কারীউল্লাহ সরকারকে ফোন করা হয়। তাদের ফোন নম্বরে কল দিয়ে বলা হচ্ছে, ‘আমি ইউএনও বলছি। নির্বাচন সংক্রান্ত জরুরি কথা আছে। আপনি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন।

[৫] এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ । তিনি বলেন, বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গে (uno Palash Narsingdi)  ফেসবুক আইডি থেকে সতর্কতা মূলক পোস্ট করে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে অবহিত করবেন। 

[৬] এছাড়া কেউ উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে ফোন করলে সরাসরি নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যাচাই করারও অনুরোধ করেন এই কর্মকর্তা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়