শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন (৪৫) নামের এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

[৩] গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউয়ের ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

[৪] নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। 

[৫] উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৬] তিনি জানান, মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউয়ের এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ডাক্তার রোহিঙ্গা নিহতের ঘটনার সংবাদ উখিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

[৭] ওসি আরও জানান, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়