শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আগুনে পুড়ল ১২ দোকান, বিপুল ক্ষয়ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের সালথায় আগুনে ১২টি বিভিন্ন পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সালথা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

[৩] এর আগে বুধবার (১৭ প্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সালথা ও নগরকান্দার ফায়ার সার্ভিসের দুটি দল এসে যৌথভাবে আগুন নেভায়। এতে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

[৪] মাঝারদিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার রাত ১০টার পর তারা তাদের দোকানগুলো বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে বাজারের ইসরাফিল শেখের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশাপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ব্যবসায়ী ইসরাফিল শেখের একটি মুদি দোকান, হাবিব মাতুব্বর ও শফি ফকিরের দুটি হার্ডওয়ারের দোকান, নিজাম খার একটি কম্পিউটারের দোকান, আরিফ মোল্যার দুটি আইক্রিম ও কবুতরের দোকান, মহিদুল শেখ, বজলু মাতব্বর ও রেজাউলের ছয়টি পেঁয়াজের আড়ৎ ঘরসহ মালামাল সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

[৫] সালথা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হারুন আর রশিদ বলেন, গভীর রাতে মাঝারদিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

[৬] সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, খবর পেয়ে মাঝারদিয়া বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়