শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৯:৩৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল পালাতে গিয়ে রডে বিদ্ধ শিক্ষার্থীর হাত, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সুজন কৈরী: [২] ক্লাস ফাঁকি দিয়ে গেট টপকে পালানোর সময় লোহার রডে বিদ্ধ হয় বরিশাল জিলা স্কুলের ছাত্র তানভীরুল ইসলামের (১১) হাত। তার সহপাঠী ও স্কুলের শিক্ষকরা কোনোভাবেই রড থেকে হাতটি ছাড়াতে পারছিলেন না। গেটের রড শিক্ষার্থীর হাতে ঢুকে রক্ত ঝরছিল।

[৩] বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বরিশাল জিলা স্কুলের গেটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর হাত গেট থেকে ছাড়িয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

[৪] ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বরিশাল জিলা স্কুল থেকে পালাতে গিয়ে বাউন্ডারি দেওয়ালের গেটের রডে ওই শিক্ষার্থীর হাতে ঢুকে যায়। পরে স্কুল কর্তৃপক্ষের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়