শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে বৈশাখী মেলায় রাইড ভেঙ্গে শিশুসহ আহত ৮

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালীর): [২] পটুয়াখালীর কলাপাড়ায় বৈশাখী মেলার তৃতীয় দিনে মঙ্গলবার রাত ১০ টার দিকে বিদ্যুতচালিত নৌকা দোলনা রাইড ভেঙ্গে পড়ায় শিশু সহ অন্ততঃ ৮ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত মানুষ নৌকার টিকেটের টাকা ফেরৎ চেয়ে ওই নৌকা চালকদের একজনকে মারধর করেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

[৩] এ ঘটনায় আহত আট জনের মধ্যে দু'জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো মো. তন্ময় (১৭) এবং দেবদাস (৮)। তন্ময়ের বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো: ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে দেবদাসের বাড়ী পৌরশহরের চিংগড়িয়া এলাকায়। দেবদাস ওই এলাকার গৌতম দাসের ছেলে।
 
[৪] মোসা: তামান্না নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই নৌকায় চড়তে লাইনে অপেক্ষমান ছিলেন। চোখের সামনে এমন ঘটনা ঘটায় সে হতভম্ব এবং আতংকিত হয়ে পড়েন। সে কখনও এমন নৌকায় আর উঠবেন না বলে উল্লেখ করেন।

[৫] বিশ্বজিৎ সেন জানান, ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। মানুষ নৌকা চালকদের উপর ক্ষিপ্ত হয় এক পর্যায়ে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

[৬] কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির জানান, এমন ঘটনা ঘটতে পারে তা অভাবনীয় এবং অনাকাংখিত। এ বিষয়ে সর্তক থেকে নৌকা পরিচালনার জন্য বলা হয়েছে।

[৭] কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, মূলতঃ নৌকার সামনের প্রসনে স্কুরু ছুটে একদিকে হেলে পড়ে। এতে শিশুরা নিচে পড়ে আহত হয়। তবে পুলিশ এসে উত্তেজিত মানুষদের নিয়ন্ত্রনে এনেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়