শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার

এমরান পাটোয়ারী, ফেনী: [২] ফেনীতে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মনিরুল আলম মিনার (৪৩) নামে এক আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মিনার ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার দিদারুল আলমের ছেলে।

[৪] এ ব্যাপারে র‌্যাব-৭‍‍ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মাস্টার পাড়া এলাকা থেকে মিনারকে গ্রেপ্তার করা হয়। 

[৫] ফেনী মডেল থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় ২০০২ সাল থেকে ১৭ বছরের সাজা ও ১০ হাজার টাকার দণ্ড এড়াতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজের নাম ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ২১ বছর পালাতক ছিল সে। 

[৬] গ্রেপ্তারের পর এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বুধবার সকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, একইদিন দুপুরের দিকে সাজাপ্রাপ্ত পালাতক ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়