শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে ফসলী জমির মাটি যাচ্ছে ইটভাটায় 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] রাউজানে কলমপতি এলাকায় কৃষি জমি কেটে মাটি নিয়ে গেছে ইটভাটায়। কিছু দিন আগে যেখানে সবুজ ধান ক্ষেত ছিল, সেখানে এখন তৈরি হয়েছে পুকুর- জলাশয়। জমির মালিক ও কৃষকদের অর্থের লোভ দেখিয়ে ইটভাটায় ফসলী জমির মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকরা। আবার কোথাও জমির মারিকদের বাধ্য করে মাটি নিয়ে যাচ্ছে। দিন দিন কমছে জমির উর্বরতা। 

[৩] এছাড়া এই ইট তৈরির প্রক্রিয়ায় আগুনের তাপ, ধোঁয়া ও ধুলাবালিতে বাজছে পরিবেশের বারোটা। স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সরেজমিনে দেখা গেছে, রাউজানের কলমপিত এলাকায় কে বি এম নামের একটি ইটভাটায় ৮-১০ ফুট গভীরভাবে মাটি কেটে নিয়ে গেছে। 

[৪] জানা যায়, গত ২০২১ সালে ওই ইটভাটাটি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়। কিন্তু গত দুই বছর থেকে এই ফের চালু করেছেন। ওই ইটভাটাটি সৈয়দ হোসেন কোম্পানির বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, প্রশাসনের নজর এড়িয়ে ইটভাটারা মালিকরা দিন রাত কৃষি জমি ও পাহাড় টিলার মাটি গিলে খাচ্ছে। কৃষি জমির মাটি কেটে নেওয়ার বিষয়ে ফোন করে ভটভাটার মালিক সৈয়দ হোসেন কোম্পানির কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি।

[৫] উল্লেখ্য কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন, ২০১৫’ নামে আইনটির খসড়া প্রণয়ন করেছে ভূমি মন্ত্রণালয়। এই আইন অমান্য করলে অনুর্ধ্ব দুই বছর জেল এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে। কিন্তু এই আইন অমান্য করে ফসলী জমির কেটে মাটি নেয়া হচ্ছে ইটভাটায়। 

[৬] রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা বেআইনি এবং কৃষি জমির শ্রেণি পরিবর্তন করতে হলে অনুমতি হয়। যারা কৃষি জমি কেটে মাটি নিয়ে গেছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়