শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব'

গাজীপুরে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

এএইচ সবুজ, গাজীপুর: বন্ধনে মিলনে, শিকড়ের সন্ধানে শ্লোগাণে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে 'চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব' গাজীপুর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে গত শনিবার দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন প্রায় তিনশ ৫০ জন অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর অফিসার্স ফোরামের সভাপতি মো: আনিছুর রহমান মিঞা ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো: মফিজ উদ্দিন।‌ এছাড়াও অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  মো: এমদাদুল হক ও সহযোগী অধ্যাপক  এ কে এম জিয়াউর রহমান খান সোহেল। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ হাবীবুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ ব্যক্তিত্ব ও বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: মাজহারুল হক, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান শরীফ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ ।

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি চবি'র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল, সাইফুল, সুফল, সাইদুজ্জামান, নয়ন মনি, মনির, হানিফ, কাদের, রনি, ইসহাক, রিপন, মাহবুব, কামরুল, জালাল, জহির, হেদায়েত , জনি, রাসেল, বাবু, শিপু, হাসান, সুমন, আল আমিন, জাহাঙ্গীর, আলমগীর, মুক্তা, ইকবাল, কবির, হাবিবুর, রুবেল, তারেক।

পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিকাতর হয়ে আড্ডা, খুনসুটিতে মেতে উঠেন। প্রাকৃতিক পরিবেশে পরিবার ও সন্তানদের নিয়ে উপভোগ্য সময় কাটান তারা।

প্রধান অতিথি তার বক্তব্যে সুন্দর মিলনমেলার ভুয়সী প্রশংসা করেন এবং এই সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে এবং দেশ ও সমাজের গঠনমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা ও দায়রা জজ মো: হাবীবুল্লাহ তার স্মৃতিচারণ মূলক বক্তব্যে বলেন, এই সংগঠন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

এরই ধারাবাহিকতায় প্রধান অতিথিসহ সিনিয়র নেতৃবৃন্দ রিসোর্টে রাম্বুটান ও করোসল গাছের দুটি চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক মো: মফিজ উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় এবং অন্যান্য অতিথিদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে আকর্ষনীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং ২০২৪-২৫ সালের জন্য ০২ বছর মেয়াদে কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে মো: মাজহারুল হক, সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম সেলিম, মোহাম্মদ হাবীবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পরে সংগঠনের নতুন সভাপতি জনাব মো: মাজহারুল হক উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়