শিরোনাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

আব্দুল্লাহ আল আমীন: [২] ময়মনসিংহ জেলার প্রায় পৌনে তিন হাজার স্থানে পবিত্র  ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর কেন্দ্রীয়  আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন ঐতিহ্যবাহী  আঞ্জুমান ঈদগাহ মাঠ মসজিদের পেশ ইমাম  মুফতী আব্দুল্লাহ আল মামুন।

[৩] সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদগাহ মাঠের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ পর্যায়ে রয়েছে।  ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার।

[৪] এ ছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মাদানীনূর (কাচারি) মসজিদে  সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ কেন্দ্রীয়  মার্কাজ মসজিদে সকাল ৮টায়,  ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রথম জামাত  সকাল ৮টা ২য় জামাত সকাল সাড়ে ৮টায় ,   গোপালনগর ভাটিপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গাঙ্গিনারপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়াও জেলার ৮০টি স্থানে বড় পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

[৫] পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ঈদগাহ মাঠ এর আশপাশের গুরুত্বপূর্ণ মাঠগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইফার বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ জামাত মাঠে হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে স্ব স্ব মসজিদে আদায় করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়