শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৩, ১১:৪১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৩, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাতায়াতে ভোগান্তি হাজার হাজার মানুষের 

গাজীপুর নগরীর ইসলামপুরে ডংকার বিলে ভাঙ্গা সেতু 

এ এইচ সবুজ, গাজীপুর: স্বাধীনতার ৫০ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন দূর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। এ সড়ক দিয়ে শিল্পকারখানার শ্রমিক ও শিক্ষার্থীরা চলাচল করেন। পায়ে হেঁটে ও বাঁশের সাঁকো পাড় হয়ে স্থানীয় ব্যক্তিদের নাওজোড় থেকে কাশিমপুরে যেতে হয়। যারা যানবাহনে কাশিমপুর যেতে চান তাদেরকে কোনাবাড়ির যানজট ঠেলে ৬ কিলোমিটার ঘুরে যেতে হয়।

স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কটি ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার ডংকা বিলের ওপর। সেতু না থাকায় এ পথে যানবাহন চলতে পারে না। ফলে ওয়ার্ডের নাওজোড় থেকে স্থানীয় ব্যক্তিদের কাশিমপুরে যেতে প্রতিদিন সময় লাগে প্রায় এক ঘণ্টা। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় তাদের। আশেপাশে শিল্পকারখানা গড়ে উঠলেও সড়কটির কাশিমপুর অংশে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

নগরীর ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা অটোচালক আমান উল্লাহ জানান, পঞ্চাশ বছর ধরে ভাঙ্গা সেতু দেখছি। ইসলামপুর ডংকার বিলের ফেউসারঘাড়া এলাকায় ব্রীজ নির্মাণ না হওয়ায় কাশিমপুরের সাথে যাতায়াতে কষ্ট করতে হয়। সিটি করপোরেশনের বয়স দশ বছরের বেশী হলেও এখন পর্যন্ত সেতু তৈরী হয়নি।

গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল বলেন, রাস্তা ও সেতু নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। শীগ্রই টেন্ডার আহবান করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়