শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৩, ১১:৪১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৩, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাতায়াতে ভোগান্তি হাজার হাজার মানুষের 

গাজীপুর নগরীর ইসলামপুরে ডংকার বিলে ভাঙ্গা সেতু 

এ এইচ সবুজ, গাজীপুর: স্বাধীনতার ৫০ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন দূর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। এ সড়ক দিয়ে শিল্পকারখানার শ্রমিক ও শিক্ষার্থীরা চলাচল করেন। পায়ে হেঁটে ও বাঁশের সাঁকো পাড় হয়ে স্থানীয় ব্যক্তিদের নাওজোড় থেকে কাশিমপুরে যেতে হয়। যারা যানবাহনে কাশিমপুর যেতে চান তাদেরকে কোনাবাড়ির যানজট ঠেলে ৬ কিলোমিটার ঘুরে যেতে হয়।

স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কটি ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার ডংকা বিলের ওপর। সেতু না থাকায় এ পথে যানবাহন চলতে পারে না। ফলে ওয়ার্ডের নাওজোড় থেকে স্থানীয় ব্যক্তিদের কাশিমপুরে যেতে প্রতিদিন সময় লাগে প্রায় এক ঘণ্টা। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় তাদের। আশেপাশে শিল্পকারখানা গড়ে উঠলেও সড়কটির কাশিমপুর অংশে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

নগরীর ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা অটোচালক আমান উল্লাহ জানান, পঞ্চাশ বছর ধরে ভাঙ্গা সেতু দেখছি। ইসলামপুর ডংকার বিলের ফেউসারঘাড়া এলাকায় ব্রীজ নির্মাণ না হওয়ায় কাশিমপুরের সাথে যাতায়াতে কষ্ট করতে হয়। সিটি করপোরেশনের বয়স দশ বছরের বেশী হলেও এখন পর্যন্ত সেতু তৈরী হয়নি।

গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল বলেন, রাস্তা ও সেতু নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। শীগ্রই টেন্ডার আহবান করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়