শিরোনাম
◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ ছুটির দিনে আজ যে কারণে ব্যাংক খোলা ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:০৬ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ইঞ্জিন বিকল

গাজীপুরে ইঞ্জিন বিকল, রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ

এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস

এ্যানি আক্তার: বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় গাজীপুরের পূবাইলে এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে রাজধানীর সকল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে। তবে সিলেটমুখী সকল ট্রেনে স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।  সময়টিভি, বিডিনিউজ২৪

টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয় বলে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি পুবাইলের তালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে ওই এলাকায় ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক আটকে ছিলো। এ সময় টঙ্গী রেল জংশনে থাকা নতুন একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় এবং পৌনে ১১টার দিকে পূবাইল স্টেশন এলাকায় বিকল ইঞ্জিনটি রেখে ট্রেনটি টঙ্গী জংশনে নিয়ে যাওয়া হয়। পরে ১১টা ২৫ মিনিটে টঙ্গী জংশন থেকে এগারসিন্ধু ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে বলে জানান স্টেশন কর্মকর্তা রাকিবুর।

এএ/এএ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়