শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:০৬ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ইঞ্জিন বিকল

গাজীপুরে ইঞ্জিন বিকল, রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ

এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস

এ্যানি আক্তার: বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় গাজীপুরের পূবাইলে এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে রাজধানীর সকল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে। তবে সিলেটমুখী সকল ট্রেনে স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।  সময়টিভি, বিডিনিউজ২৪

টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয় বলে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি পুবাইলের তালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে ওই এলাকায় ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক আটকে ছিলো। এ সময় টঙ্গী রেল জংশনে থাকা নতুন একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় এবং পৌনে ১১টার দিকে পূবাইল স্টেশন এলাকায় বিকল ইঞ্জিনটি রেখে ট্রেনটি টঙ্গী জংশনে নিয়ে যাওয়া হয়। পরে ১১টা ২৫ মিনিটে টঙ্গী জংশন থেকে এগারসিন্ধু ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে বলে জানান স্টেশন কর্মকর্তা রাকিবুর।

এএ/এএ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়