শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা 

মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ

সিরাজুদ্দোজা পাভেল: বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কারণ রোববার (২ অক্টোবর) সকাল থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার কুষ্টিয়ার এক মালিকের সঙ্গে শ্রমিকের বচসা হয় । ওই দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সকল বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। কিন্ত মেহেরপুর থেকে জেলা সীমান্ত খলিসাকুণ্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তজেলার সকল বাস। রোববার সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তজেলা ও দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সকল পরিবহন।

এদিকে অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকায় যাওয়ার টিকিট কাটা ছিলো। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে জরুরি কাজ থাকা সত্তে¡ও গন্তব্যস্থলে যেতে পারছেন না তারা। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়