কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা এবং ট্রাকচালকদের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার গভীর রাত থেকেই যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়, এর প্রভাব পড়েছে সংলগ্ন সড়কগুলোতেও। যাত্রাবাড়ি থেকে তারাবো এবং বনশ্রী থেক স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
হাইওয়ে পুলিশের সিমরাইলের ট্রাফিক পরিদর্শক জুলহাস জানান, ট্রাকচালকদের ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ।