শিরোনাম
◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত ◈ অস্ত্রের লাইসেন্স সহ গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন ◈ নারী সঙ্গী তন্বীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ আপনিই দেশের মালিক, ভোটেই ঠিক হবে আগামী পাঁচ বছর: প্রধান উপদেষ্টা ◈ খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা ◈ গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে এবার বিএনপি ও জামায়াত প্রতিদ্বন্দ্বী!  ◈ মর‌ক্কোর জয় দিয়ে আফ্রিকা কাপ শুরু, গভীর রাতে মাঠে নামবে সালাহর মিশর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকোলাইজার বিম ভাঙায় তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত 

সুজন কৈরী: [২] জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস তেজগাঁও হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় ট্রেনটির ইকোলাইজার বিম ভেঙে যায়।  সেকারণে তেজগাঁও মাছের আড়তের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

[৩] বর্তমানে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

[৪] বুধবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

[৫] দুর্ঘটনার কারণ সম্পর্কে ঘটনাস্থলে থেকে রেলওয়ে সেকেন্ড গ্রেড মিস্ত্রি মো.আবুল হোসেন বলেন, ইকোলাইজার বিম ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটে। দুই চাকার মাঝখানে একটি হ্যাঙ্গার থাকে। হ্যঙ্গারের দুই পাশে দুটি ইকোলাইজার বিম থাকে। ওই ইকোলাইজার বিমেই বগি ধরে রাখে। এটা ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়।

[৬] কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫মিনিটে তেজগাঁও এলাকায় ঢুকলে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডাবল লাইনের পরিবর্তে আমরা সিঙ্গেল লাইনে রান করছি। সকাল ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষে হয়েছে।

[৭] ইকোলাইজার বিম ভেঙে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব। সম্পাদনা: ‍ৃকামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়