শিরোনাম
◈ নিম্নমানের কিট ক্যাট চকলেট বাজারজাতের দায়ে নেসলের এমডি ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ সিয়েরা লিওনে মানবদেহের অঙ্গের অবৈধ ব্যবসা: কালো জাদুর নামে শিশু–নারী হত্যায় শঙ্কিত দেশবাসী ◈ ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার বৈঠক  ◈ আবা‌রো নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা জিত‌লো ভারত ◈ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া ◈ সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত চাইল সরকার ◈ ঢাবির বিজয় একাত্তর হলে আগুন (ভিডিও) ◈ জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট ◈ যে ৪ প্রশ্নে হবে গণভোট, প্রধান উপদেষ্টার পেজে স্ট্যাটাস ◈ যুক্তরাষ্ট্র–কানাডাসহ ১৬ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ রাত থেকে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকোলাইজার বিম ভাঙায় তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত 

সুজন কৈরী: [২] জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস তেজগাঁও হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় ট্রেনটির ইকোলাইজার বিম ভেঙে যায়।  সেকারণে তেজগাঁও মাছের আড়তের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

[৩] বর্তমানে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

[৪] বুধবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

[৫] দুর্ঘটনার কারণ সম্পর্কে ঘটনাস্থলে থেকে রেলওয়ে সেকেন্ড গ্রেড মিস্ত্রি মো.আবুল হোসেন বলেন, ইকোলাইজার বিম ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটে। দুই চাকার মাঝখানে একটি হ্যাঙ্গার থাকে। হ্যঙ্গারের দুই পাশে দুটি ইকোলাইজার বিম থাকে। ওই ইকোলাইজার বিমেই বগি ধরে রাখে। এটা ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়।

[৬] কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫মিনিটে তেজগাঁও এলাকায় ঢুকলে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডাবল লাইনের পরিবর্তে আমরা সিঙ্গেল লাইনে রান করছি। সকাল ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষে হয়েছে।

[৭] ইকোলাইজার বিম ভেঙে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব। সম্পাদনা: ‍ৃকামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়