শিরোনাম
◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজৈরের এক প্রধান শিক্ষকের মরদেহ ঢাকা থেকে উদ্ধার

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর): [২] ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার এক প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ (চন্দন) এর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। 

[৩] বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

[৪] পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বুধবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান তিনি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তার স্ত্রী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। 

[৫] রাত ৮ টার দিকে থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

[৬] শাহবাগ থানা ওসি (তদন্ত) শাহ-আলম জানান, এসময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

[৭] রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়