শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩, ১১:১৪ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথায় কবরের ফাঁকা জায়গা জানা যাবে অ্যাপে

ডেস্ক রিপোর্ট: কবরস্থানে না গিয়েও সেবাগ্রহীতারা এই অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে মরদেহ দাফনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া জানা যাবে কোথায় কবরের জায়গা ফাঁকা আছে। স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এমন একটি অ্যাপভিত্তিক সেবা এনেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) গুলশানে ডিএনসিসির নগর ভবন থেকে এই অ্যাপটির উদ্বোধন করেছেন মেয়র আতিকুল ইসলাম। “Graveyard Management DNCC” নামের অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। সূত্র: দৈনিক ইত্তেফাকে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে ছয়টি কবরস্থান এ অ্যাপ সিস্টেমের আওতায় আনা হয়েছে। আর এই কবরস্থানগুলো হলো—বনানী কবরস্থান, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর বুদ্ধিজীবী কবরস্থান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, স্মার্ট কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেমটি বাস্তবায়নে ডিএনসিসি ও আইসিডিডিআর’বি যৌথভাবে কাজ করেছে। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে আইসিডিডিআর’বি।

জানা গেছে, এই অ্যাপটিতে কবরস্থানে দাফনদের তথ্যভান্ডার থাকবে, পাশাপাশি দাফন সনদও সংগ্রহ করা যাবে। এছাড়া বহু পুরাতন কবরের অবস্থান কোথায় ছিল, কার নামে কোন জায়গায় কবর দেওয়া হয়েছিল, বর্তমানে কবর দেওয়ার জন্য কোথায় ফাঁকা জায়গা আছে, কোন পুরাতন কবরের ওপর নতুন কবর বসবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। 

অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, এ পদ্ধতি চালু করতে অনেক চ্যালেঞ্জ ছিল। তা সত্ত্বেও  ম্যাপিংয়ের কাজ শুরু করা হয়েছে। পরে কবরস্থানে বড় বড় ডিজিটাল স্ক্রিন থাকবে, সেখানে মিলবে কবরের তথ্য। এগুলোকে ব্যবস্থাপনার মধ্যে আনতে কাজ চলছে। ঢাকা উত্তরের ছয়টি কবরস্থান ডিজিটালাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়