আখিরুজ্জামান সোহান: বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় বিজয়নগরে প্রতিবাদী হারিকেন মিছিল বের করেছে এবি যুব পার্টি। পুলিশ বাধা দিলে হারিকেন ছাড়াই মিছিল শেষ করে সংগঠনটি। সূত্র: রাইজিং বিডি
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হলে পুলিশ এতে বাধা দেয়। পুলিশ এবি যুব পার্টির নেতাকর্মীদের কাছ থেকে হারিকেন সরিয়ে নেয়। পরে এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা হারিকেন ছাড়াই কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচা সংলগ্ন এনবিআর ভবনের সামনে এসে মিছিল শেষ করেন।
পরে তারা এবি পার্টি কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত পথসভা করেন।
এমএএস