মোস্তাফিজুর রহমান: রাজধানী যাত্রাবাড়ীতে দুর্বৃত্তেরছুরা বোমার আঘাতে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট হোসেন (৩৫) আহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা সহপাঠী শামীম আহমেদ বলেন, রাতে সাড়ে ১১টায় স্থানীয় এমপি কাজী মনিরুল ইসলাম মনুর অফিস থেকে বের হয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়কে কে বা কাহারা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার পিঠে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। পরে চিকিৎসার জন্য উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া তিনি বলেন, আহত সম্রাট চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা জানানো হয়েছে।
এমআর/এইচএ