শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১০:৫৩ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটার প্রফেশনালদের একটি প্লাটফর্মে নিয়ে আসাই মূল লক্ষ: বিডব্লিউডব্লিউএ'র সভাপতি 

এম এম লিংকন: বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ওয়াটার প্রফেশনালদের একটি প্লাটফর্মে নিয়ে আসা। জ্ঞান শেয়ারের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা ৬ বাস্তবায়নকে তরান্বিত করা। সোমবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ) এর আয়োজনে আন্তর্জাতিক এক্সপোর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তি ও গবেষণা নিয়ে দেশে প্রথমবারের মতো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কল কারখানার বর্জ পানি শোধন করার বিভিন্ন উপায় ও প্রযুক্তি ঠাঁই পেয়েছে।

প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেনি তিনি। বিশেষ অতিথি ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন বিডব্লিউডব্লিউএ'র সিনিয়র সহ সভাপতি গোলাম আতোয়ার দিদার, সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুটি সেশনে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পানি ও বর্জপানি শোধন, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি নিয়ে গবেষণা ও প্রযুক্তিগত পন্যের কর্মশালা। অপরটি হলো এসব বিষয়ে টেকনিক্যাল কর্মশালা। প্রদর্শনীতে ঢাকা ও খুলনা ওয়াসা, এনজিও, বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ৪০টির অধিক প্রতিষ্ঠানকে মোট ৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রদর্শনীতে স্টল বরাদ্দ নিয়েছে ওয়াটার সিস্টেম অ্যান্ড সল্যুশন। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী আবুল মনসুর আহম্মেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো পানি নিয়ে প্রদর্শনী হচ্ছে। গার্মেন্টগুলোর বর্জ পানিতে ফসলি জমি ও পুকুরগুলো ধ্বংস করছে। এতে ধীরে ধীরে পরিবেশ হুমকির মুখে পড়ছে। বর্জ পানি শোধনে বিভিন্ন প্রযুক্তি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি। প্রথম হিসেবে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

প্রদর্শনীতে স্টল নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টার। প্রতিষ্ঠানটির রিসার্চার মেহেদী হাসান বলেন, পানি নিয়ে রিসার্চ, কনসাল্টেন্সি, ক্যাপাসিটি বিল্ডিং ও প্রফেশনাল ইস্প্লিমেন্টেশন নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিবেদন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি।

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়