শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, বিমানবন্দর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

বিমানবন্দর সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: বাসের ধাক্কায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর কাওলা এলাকায় এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ফলে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ সময় নাদিয়ার ক্ষতিপূরণ ও এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ চার দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, ভিক্টর ক্লাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, চালক ও হেলপারের গ্রেপ্তারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।

এর আগে সোমবার সকালে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন নাদিয়া সুলতানার সহপাঠীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ করতে করতে কাওলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। তবে দুপুর ১টা থেকে বিদেশগামী যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসগুলোকে রাস্তার পাশ দিয়ে যেতে দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় যানবাহনের লাইসেন্স দেখে দেখে গাড়ি ছাড়ছেন তারা।

রোববার দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাদিয়া সুলতানা নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হন। নাদিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আজ সোমবার সকালে বাসটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পাদনা: খালিদ আহমেদ

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়