শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযোগ ছাত্র লীগের বিরুদ্ধে

আবরার ফাহাদের স্মরণসভায় হামলা, আহত ১৩

স্মরণসভা

আলামিন শিবলী : নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন।

এ ছাড়াও গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানিয়েছেন, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আখতারসহ প্রায় ১৫ জনকে পুলিশ তুলে নিয়ে গেছে ঢাকা মেডিকেল থেকে। প্রথম আলো

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। ছাত্রলীগের একদল নেতাকর্মী সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করে। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অবশ্য ধাওয়ায় টিকতে না পেরে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সময়টিভি

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন জানান, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্তত ১৩ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবিসি

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, যারা এখানে এসেছে তারা সবাই বহিরাগত। ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। আমরা হামলা করিনি। আয়োজকরা ঢাবি শিক্ষার্থী কিনা জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় ছাত্রলীগের কয়েকজন আহত হয়েছেন বলেও জানান মাহবুব খান। আরটিভি

তবে এ ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। সম্পাদনা: এল আর বাদল

এএস/এলআরবি/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়